অলিম্পিকে আবার বিয়ের প্রস্তাব

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৬ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

olympics

ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিকে এবার বিয়ের প্রস্তাব পেয়েছেন পদকজয়ী এক অলিম্পিয়ান।

প্রস্তাবটি পেয়েছেন তিন মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে রৌপ্য জয়ী চীনা ডাইভার হে যি। স্থানীয় সময় গতকাল সোমবার যখন কেবলই তিনি পদকটি গ্রহণ করেছেন, এমন সময় তার প্রেমিক কিন কাই মঞ্চে উঠে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন এবং তুলে ধরেন বিয়ের আংটি।

হে যির সামনে কিন কাই হাঁটু গেড়ে বসে পড়ার সাথে সাথেই স্টেডিয়ামের সবগুলো ক্যামেরা ঘুরে যায় তাদের দিকে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক টেলিভিশনে সরাসরি দেখেন নাটকীয় এই বিয়ের প্রস্তাব।

কিনের সৌভাগ্য, হে যি তাকে ‘হ্যাঁ’ বলেছেন। কিন কাই গত সপ্তাহেই পুরুষদের বিভাগের একই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী ডাইভার।

হে বলেন, ‘আমরা ছয় বছর ধরে প্রেম করছি। কিন্তু সে যে আমাকে আজকেই বিয়ের প্রস্তাব দেবে তা ঘুণাক্ষরেও ভাবিনি। সে আমাকে অনেক কিছু বলেছে, অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমি মনে করি যে ব্যাপারটি আমাকে সবচাইতে বেশী ছুঁয়ে গেছে, তা হল, এই মানুষটিকে আমি বাকী জীবন বিশ্বাস করে যেতে পারব।’

ঘটনাটি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এখন সর্বাধিক ট্রেন্ডিং একটি ইস্যু। সেখানে অনেকেই ঘটনাটিকে ‘মিষ্টি এবং রোমান্টিক’ বলে বর্ণনা করছেন।

আবার কেউ কেউ লিখেছেন, একান্ত ব্যক্তিগত একটি ব্যাপারকে সারা পৃথিবীবাসীর সামনে হাজির করার মাধ্যমে হে’র ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে।

এর আগে গত বুধবারও অলিম্পিক স্টেডিয়ামে এক রাগবি খেলোয়াড়কে বিয়ের প্রস্তাব দেন ব্রাজিলের এক ভলান্টিয়ার। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G