ডিসিসি নির্বাচনে রনির প্রচারাভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
এ উদ্দেশ্যে প্রচারাভিযানও শুরু করেছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারে ব্যবহারে জন্য নিজের একটি ছবি তুলে ফেইসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন তিনি। মতামত চেয়েছেন সমর্থক, প্রিয়জনদের।
তিনি লিখেছেন,
“সকাল থেকে গভীর রাত অবধি ব্যস্ত সময় কাটাচ্ছি। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শত শত লোক অফিসে আসছেন।
টেলিফোন, ই-মেইল এবং ফেইসবুকের মাধ্যমে যোগাযোগ করছেন অনেকে। জনগনের ব্যাপক সাড়া, সাহায্য ও সমর্থনের আশ্বাসে আমি অভিভূত। ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী অফিস এবং কেন্দ্র কমিটি গঠন করার জন্য কাজ করছি”।
ডিসিসি দক্ষিণে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে মনোনীত সাঈদ খোকনের সঙ্গে।
প্রতিক্ষণ /এডি/জামিল













