নির্বাচন ঘিরে দেশজুড়ে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৬ সময়ঃ ৮:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ অপরাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর সমন্বিত অভিযান শুরু হচ্ছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হবে তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে।

রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই যৌথবাহিনী মাঠে নামবে। এ বিষয়ে সেনা, পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে ইতোমধ্যে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, অভিযানের প্রথম লক্ষ্য হলো অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রের অপব্যবহার ঠেকানো। দ্বিতীয় লক্ষ্য হিসেবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আর তৃতীয় লক্ষ্য হলো নির্বাচনকেন্দ্রিক আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া। ছোটখাটো অনিয়ম স্থানীয় প্রশাসনিক কমিটিগুলো দেখবে।

এ ছাড়া সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এসব এলাকা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়।

নির্বাচন কমিশনের আশা, এই যৌথ অভিযান ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G