থামলো ১৪১ এর ঘরে!
অবশেষে বাংলাদেশের স্কোর থামলো ১৪১ এ গিয়ে, ৮ উইকেট হারিয়ে। অর্জন দুটো, এক. অনেক কষ্টে শতরান অর্জন। দুই. অসীম বিপদের মুখে পড়া বাংলাদেশ দলকে সম্মানের জায়গায় রাখতে ভূমিকা রেখেছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশের দলীয় স্কোর শতরান পেরুতে পারলো।
অনেক কাঠঘর পুড়িয়ে, মহা মূল্যবান আটজন ব্যাটসম্যানকে হারিয়ে অবশেষে শতকের ঘরে পৌঁছলো বাংলাদেশের স্কোর। শুরুতে যে অবস্থা দাঁড়িয়েছিল তাতে জয়তো অনেক দূরের কথা, সম্মানজনক পরাজয় নিয়েই হিসেব কষতে হচ্ছিল। তাইতো বলছি, অনেক কাঠঘর পুড়িয়ে শতরান পেরিয়েছে বাংলাদেশ দলের দলীয় স্কোর। এখানে আসার পর থেকে বাংলাদেশ দলের বিগত সব দুর্দান্ত পার্ফমেন্সের কথা ভুলে নতুন করে নতুনকিছু দেখতে হচ্ছে। ইদানিং যা আমরা দেখতে অভ্যস্থ নয়। এমন দুরুদুরু বুকে খেলতে দেখিনা তামিদের কতদিন! এমন ভীড়ুভীড়ু পায়ে দৌঁড়োতে শুনিনা বহুদিন।তাই বড় বেমানান লাগছে এসব আসা-যাওয়ার খেলা। তবে কি ভুলে ভরা এই নিউজিল্যান্ড সফর!
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল ইতেমধ্যে ওডানডে সিরিজ হেরে গেছে। আশার পালে সামান্য যে হাওয়া তা এই টি-টুয়েন্টি সিরিজকে নিয়েই। বাংলাদেশী ক্রিকেটপাগল দর্শকের এখন একটাই ভরসা; টি-টুয়েন্টি। সেখানেও এখন শকুনের চোখ পড়েছে। এখন ব্যাট করছে বাংলাদেশ দল। বৃষ্টির ফোটার মতো টপটপ করে উইকেট পড়ছে। প্রথমে ইমরুল, তারপর সাব্বির; এরপর সাকিব এবং সৌম্য। সবাই দলে দলে বাড়ি ফিরছে; আর এদিকে বাংলার দর্শকের হৃদয় রক্তাক্ত হয়ে উঠছে।
ম্যাকলিন পার্কের পিচ যেন রহস্যঘেরা বারমুডা। এখানে সাব্বিররা ব্যাট চালাতেই পারছে না। চার-ছয় যেন ঈদের চাঁদ। হবে-হচ্ছে করে আর হয় না। এমন একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশের কান্ডারি হয়ে এল মাহমুদুল্লাহ।














