বাজারে নতুন পেঁয়াজ; দাম কমেছে অর্ধেক

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০১৯ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

বাজারে নতুন পেঁয়াজের দেখা মিলছে। নাটোরসহ বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। এ অবস্থায় একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। তবে এখনো পুরোনো পেঁয়াজ আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ী সিন্ডিকেট।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নাটোরের বাজারে প্রথম আসে নতুন দেশি পেঁয়াজ। শহরের স্টেশন বাজারে প্রথমে নতুন পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। দুপুরে দাম কমে ৮০ টাকা কেজিতে বিক্রি হয় নতুন পেঁয়াজ।

নাজমা বেগম নামে এক ক্রেতা জানান, মঙ্গলবার তিনি ২১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। বুধবার দাম কম দেখে ৮০ টাকায় নতুন এক কেজি পেঁয়াজ কিনেছেন।

স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

পেঁয়াজ ব্যবসায়ী আবদুল ওয়াহাব বলেন, অসময়ের বৃষ্টিতে নাটোরের লালপুরসহ স্থানীয় বেশ কয়েকটি এলাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পানি নামার পর সেসব জমিতে নতুন করে পেঁয়াজ লাগানো হয়েছে সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে সেগুলো। নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি এলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

পেঁয়াজ ব্যবসায়ী শাহজাহান আলী বলেন, বেশি দামে কেনা পেঁয়াজ, তাই ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন পেঁয়াজ বাজারে এলে আমাদেরও কম দামে পেঁয়াজ বিক্রি করতে হবে।

প্রতি /এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G