‘বিদেশীরা বছরে ৪ বিলিয়ন ডলার নিয়ে যায়’ : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
‘দক্ষতার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দক্ষতার অভাবে দেশে কাজ করে বিদেশীরা বছরে ৪ বিলিয়ন ডলার নিয়ে যায়।’এমটাই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বিজিএমইএ আয়োজিত ‘স্কিল ফর ইমপোলয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে বিজিএমএই বিকেএমইএ, বেসিসসহ ৫টি সংগঠন ২লক্ষ ৬০ হাজার দক্ষ কমী গঠন করবে জানতে পেরেছি। এ বিষয়কে সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে জানানো হয়, গৃহীত প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন খাতে নিয়োজিত অদক্ষ, অর্ধদক্ষ কর্মজীবি গোষ্ঠীর উৎপাদনশীলতা বাড়ানো ও যোগ্যতার মানোন্নয়ন। এ প্রকল্পের অধীনে বিজিএমইএর অন্যতম সেবা হচ্ছে দক্ষতাভিত্তিক বিভিন্ন পদে দক্ষ কর্মী গড়ে তোলা। এই লক্ষে তারা ৪৩ হাজার ৮শত কর্মী গড়ে তোলার জন্য কাজ শুরু করে দিয়েছে।ইতোমধ্যেই প্রকল্পের ১ম মাইলস্টোন টার্গেট পূরণের পর্যায়ে বিজিএমইএ পৌঁছে গেছে।
বিজিএমইএ কর্মকর্তারা বলেন, পোশাক খাতে ২৫ ভাগ দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। উৎপাদনশীলতা বাড়ানো ও যোগ্যতার মানোন্নয়নের জন্যে এসইআইপি’র গুরুত্বের হাতে নিয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ সুমন (অর্থ)। অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি এস.এম মান্নান কচি, সাবেক সভাপতি ও এফবিসিসিআই ১ম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক, এসইআইপি জালাল আহমেদ, বিজিএমইএ সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের সফল ট্রেইনীদের (প্রশিক্ষকদের) হাতে সার্টিফিকেট ও নিয়োগপত্রও তুলে দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ