বিমানের আসনের নিচে ৫ কোটি টাকার স্বর্ণ !

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২০ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় আট কেজি। বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির জানান, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে গোপন সংবাদে জানতে পারি যে, মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি করে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G