স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক :
২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটগ্রহন শুরু হয়েছে আর চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
কেন্দ্রগুলোর ভোটের ফলাফলের পরই জানা যাবে ৮ নম্বর, ৩৪ নম্বর ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কারা হচ্ছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে অনিয়মের কারণে ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি ও ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।
প্রতিক্ষণ/এডি/নুর













