প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহউদ্দিনের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
৫৩ দিনেও নিখোঁজ স্বামীকে খুঁজে না পেয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
শনিবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছেন- এমন অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, ‘প্রশাসনই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ গত ৫৩ দিন নিখোঁজ রয়েছেন এবং প্রতিমাসে আদালত থেকে একটি করে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। তাই আমি আশা করি প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে।’
প্রতিক্ষণ/এডি/নুর











