‘১৫আগস্ট’ কেক কাটবেন না: নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হওয়ায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের কেক কাটা থেকে বিরত থাকতে বলেছেন বিএনএফ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।
প্রতিক্ষণ / এডি / মেহেদী











