তোমার কাজল চোখে তাকিয়ে….

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৬:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

10355763_681778805235199_9114450866475071591_nচোখ যে মনের কথা বলে,

চোখে চোখ রাখা শুধু নয়….
মনের মাঝে লুকানো সেই কথা খুজতে, আরও একটু সহজ করে মনের ভাষায় বদলে দিতে আপনার চোখ  দুটোকে রাঙিয়ে নিন কাজলে। উৎসবে আর বিশেষ গুরুত্বপূর্ণ দিন গুলোতে নিজেেকে উপস্থাপন করুন আলাদা সৌন্দর্যে।
আপনার সুন্দর এক জোড়া চোখ আরও বেশি সুন্দর, আকর্ষণীয় ও মোহনীয় হয়ে উঠতে পারে একটু খানি কাজলের ছোঁয়ায়।
সব মেয়েরাই কম-বেশি চোখে কাজল লাগাতে পছন্দ করে, আবার অনেকে আছেন যারা কখনো মেক-আপও  করেন না, তারাও অনায়াসে বেশ স্বাচ্ছন্দেই কাজল ব্যবহার করেন।

কখনও কখনও এই কাজলের সাথেই মায়ের মমতা মিশে শোভা পায় আদরের শিশুটির কপালে।  সেই কবে থেকে কাজলের নজর টিপ দেওয়ার প্রচলন হয়  তা জানা না থাকলেও, সময়ের বিবর্তনে এখনও অনেক মায়েরা  তাদের আদরের বাচ্চাদেরকে অশুভ শক্তি থেকে রক্ষায় কাজলের নজর টিপ দেন কপালে ।

আগের দিনে তেল ও আঙড়া দিয়েই তৈরি হত কাজল, কিন্তু সময়ের পরিবর্তন আর যুগের  আধুনিকায়নের ফলে এখন নানান রকমের, নানা ব্র্যান্ডের ও দামের কাজল পাওয়া যায় বাজারে। তাহলে চলুন জেনে নেই আমাদের হতের নাগালের মধ্যে থাকা এমন কিছু কাজল সম্পর্কে-

পেন্সিল লাইনার:
পেন্সিল লাইনারই হচ্ছে সবচেয়ে সহজে ব্যবহৃত ও সর্বাধিক সমাদৃত কাজল। এ কাজল লাগাতে যেমন সুবিধা, তেমনি এর স্থায়ীত্ব ও ভালো। ব্র্যান্ডেড পেন্সিল লাইনার সহজে ছড়ায় না এবং কিছু কিছু লাইনার আছে পানি নিরোধোক হিসেবেও কাজ  করে থাকে। ফলে গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই ব্যবহার করা যায়।

লিকুইড লাইনার:
লাইনারের এই প্রকারটিই সম্ভবত সবচেয়ে বেশি পুরাতন । সেই ৫০-৬০ বা তারও আগের দশক থেকে আমাদের দেশে লিকুইড লাইনারের প্রচলন ছিল। এর ব্যবহার ও অনেক সহজ, আর এর ব্রাশের সাহায্যে ইচ্ছামত লাইনিং করা যায়-মোটা বা সরু ঠিক যেমনটি আপনি চান।

রঙিন লাইনার:
চিরায়ত কালো কাজলের বাইরেও এখন বিভিন্ন রঙের কাজল পাওয়া যায়। কিশোরী থেকে শুরু করে তরুণী এমনকি মধ্য বয়সীরাও এখন রঙিন লাইনার বেছে নেয়। এর ব্যবহারে আলাদা করে আই-শ্যাডো লাগানোর ঝামেলা কমে যাবে অনেকটাই , আর তাই ব্যস্ততার ভীড়ে কম সময়ে করতে পারা এ ফ্যশন এখন অনেক বেশী জনপ্রিয়।

জেল লাইনার:
আজকাল জেল লাইনারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আর এটা ব্যবহার করাও বেশ সহজ। কয়েকবার ব্যবহারেই আপনি এতে পারদর্শী হয়ে উঠতে পারবেন। জেল লাইনারের সবচেয়ে বড় গুণ হল এর পিগমেন্টেশন, এটি আপনাকে মনের মত গাঢ় রঙ দেবে আর এর স্থায়ীত্বও অন্য সব লাইনারের তুলনায় অনেক বেশি।

অটো লাইনার:
শার্পিং এর বাড়তি ঝামেলা এড়াতে বাজারে এসেছে অটো লাইনার। এটা বিশেষ ধরনের পেন্সিল লাইনার। এ লাইনার প্লাস্টিক হোল্ডার এ থাকে এবং রোলিং এর সাহায্যে ব্যবহার করতে হয়, তাই এটা ভ্রমণ উপযোগীও বটে। এ লাইনার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পাউডার বা ডাস্ট লাইনার:
আইশ্যাডো পাউডারের মত কিছু আই লাইনার পাওয়া যায়, যেগুলোকে সাধারণত ডাস্ট লাইনার বলা হয়। অনেকে ভুল করে একে আই শ্যাডোই ভেবে নিতে পরেন। এসব পাউডার লাইনার গুলো স্মোকি আই মেক-আপ করতে বেশি ব্যবহার করা হয়।

প্রসাধনী কেনার সময় অবশ্যই ভালো দোকান থেকে নামী ব্র্যান্ড দেখে  কিনতে ভুল করবেন না। বিশেষ করে চোখের প্রসাধনী কেনার সময় আপনাকে এ সাবধানতা অবলম্বন করতেই হবে। কেননা চোখ আপনার শরীরের খুবই স্পর্শকাতর জায়গা। যদি আপনার প্রসাধনীটি নকল হয় তবে চোখের যেকোন ধরনের ক্ষতির আশঙ্কা  থেকেই যায়। তাই দেখে-শুনে ভালো পণ্য কিনুন সুস্থতার সাথে প্রসাধনী ব্যবহার করে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন সবার থেকে একটু আলাদা ভাবে।

প্রতিক্ষণ/এডি/ফাতেমা দোলনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G