খাবার টেবিলের নান্দনিক সাজ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

table-2ক্ষুধা মেটানোর সাথে দৃষ্টি জুড়াতে খাবার টেবিলে চাই নান্দনিক সাজ। আর এ সাজ আপনার রুচিশীলতা ফুটিয়ে তুলেবে খাবার টেবিলে। বাজার থেকে কিনতে পাওয়া নানা উপকরণে আপনি সাজাতে পারেন খাবার টেবিলটি। উপকরণগুলো আপনার প্রয়োজন মেটানোর সঙ্গে বাড়াবে টেবিলের সৌন্দর্য। আসুন তাহরে জেনে নেই তেমন কিছু উপকরণ সম্পর্কে।

টেবিল ম্যাট:
বাজারে বাঁশ, রাবার, ফাইবার, প্লাস্টিক, কাপড় ও পাটের ছোট, মাঝারি ও বড় ধরনের ম্যাট পাওয়া যায়। নানা ধরনের ম্যাট থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন। গোল, চারকোনা, ত্রিকোনা ও ডিম্বাকার ডিজাইন ম্যাটগুলো সাধারণত সেট হিসেবে বিক্রি করা হয়। বাঁশের তৈরি বিভিন্ন রঙের টেবিল ম্যাটের চাহিদা বেশি।

টেবিল ক্লথ:
টেবিল ক্লথ বা টেবিলের ওপর বিছানো কাপড় সুতি, প্লাস্টিক ও রাবারের হয়ে থাকে। টেবিল ক্লথগুলো পিস বা গজ হিসেবে বিক্রি হয়। বিভিন্ন রঙের ক্লথে ফুল, ফল ও প্রিন্টের নকশা করা থাকে। টেবিলের ধরন অনুযায়ী আপনি টেবিল ক্লথ কিনতে পারবেন।

গ্লাস ঢাকনা:
কাঠ, চাঁচ, কাচ ও ফাইবারের গ্লাস ঢাকনা পাওয়া যায়। গ্লাস ঢাকনাগুলো ছোট ও বড় আকারের হয়ে থাকে। বিভিন্ন রঙের ফুল, ফল, পাখিসহ নানা ডিজাইনের গ্লাস ঢাকনা কিনতে পারেন।

চামচ স্ট্যান্ড:
চামচ সেটের সঙ্গেই স্ট্যান্ড পাওয়া যায়। এছাড়া স্টিলের স্ট্যান্ড, কাঠের স্ট্যান্ড চামচ রাখার জন্য কিনে নিতে পারেন। এগুলোর কোনোটায় শুধু চামচ রাখা যায়, আবার কোনোটায় ছুরিসহ চামচ রাখা যায়।

গ্লাস স্ট্যান্ড:
গ্লাস স্ট্যান্ড স্টিল, প্লাস্টিক ও কাঠের হয়ে থাকে। গ্লাস স্ট্যান্ডগুলোতে ছয়টি ও ১২টি গ্লাস রাখা যায়। প্লাস্টিক ও কাঠের স্ট্যান্ডগুলো বিভিন্ন রঙের হয়।

প্লেট স্ট্যান্ড:
প্লেট স্ট্যান্ডগুলো স্টিল, প্লাস্টিক, কাঠ ও ফাইবারের হয়। এগুলোর ছোট-বড় আকারের হতে পারে। কোনো স্ট্যান্ডে ছয়টি, কোনোটিতে ১২টি আবার কোনোটিতে ২৪টি প্লেটও রাখা যায়।

বাহারি ফুল-ফল:
যারা খাবার টেবিলের ওপর কাঠের পরিবর্তে কাচ ব্যবহার করেন, তারা টেবিলের নিচে সেমি বক্সে নানা রকম কৃত্রিম ফুল ও ফল দিয়ে সাজাতে পারেন। সেক্ষেত্রে টেবিলের ওপর কিছু না রাখলেও চলবে। টেবিলের নিচের সাজটাই ওপরের শোভা বর্ধন করবে।

ফুলদানি:
টেবিলের মাঝখানে একটি ফুলদানি রাখতে পারেন। টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলদানিতে রাখতে পারেন কিছু তাজা ফুল। মাটি, কাচ, ক্রিস্টাল ইত্যাদির ফুলদানিও রাখা যায়। তবে টেবিলের আকার অনুযায়ী ফুলদানি রাখতে হবে।

রানার:
রানার দিয়ে টেবিলের বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন। কাপড়, পাট ও রাবারের রানার বিভিন্ন সাইজের রয়েছে। লাল, নীল, হলুদ, সবুজ রঙের এবং বিভিন্ন নকশা করা রানারও রয়েছে।

প্রতিক্ষণ/এডি/তানহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G