লিফট ভেঙ্গে ২ প্রতিমন্ত্রীকে উদ্ধার

প্রকাশঃ জুন ২৪, ২০১৬ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ekush_0

রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফট ভেঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের টকশো “একুশের রাত” শেষে নামার সময় লিফটে আটকা পড়েছিলেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফট ভেঙ্গে তাদের উদ্ধার করেন।

দুই প্রতিমন্ত্রী ছাড়াও এসময় একুশের রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও), পলকের দুজন এপিএস, জাহাঙ্গীর নামের একজন সুপারভাইজার, প্রযোজক ফারুক এবং কৃষিবিদ দেবু ভট্টাচার্য লিফটের ভেতর ছিলেন।

জানা গেছে, ওই সময় লিফটের ম্যাগনেট ফেল করেছিল। এতে ৭তলা থেকে নিচে নেমে বের হতে পারছিলেন না তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার জানান, ভবনের কর্মীরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আটকা পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G