আসেম সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৬ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

16-oct-14-asem-7-thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ সম্মেলনটি। এতে যোগ দিয়েছে আসেমের সদস্যভুক্ত ৫১টি দেশ। এর মধ্যে ইউরোপের দেশ ৩০টি আর এশিয়ার রয়েছে ২১টি।

দুদিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের সরকারপ্রধান, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) মহাসচিব। মঙ্গোলিয়ায় এটিই সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ঘটনা।

এ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উলানবাটোরে পৌঁছান। সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G