দেশে ফিরে আপিল করবেন তারেক

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৬ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_07_22_14_09_35_2RLb8hB4mSaPw8XChyeWDIlMcffyg8_original

অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।গতকাল রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নেতারা।

এদিকে সংবাদ সম্মেলন থেকে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ আরও দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। খন্দকার মাহবুব দাবি করেন, তারেক মুদ্রা পাচারের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এমনকি বিদেশের কোনো ব্যাংকেও তার একটি পয়সাও নেই। কিন্তু তারপরেও তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘এখনও সময় আছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য আদালতের শরণাপন্ন না হয়ে রাজপথে আসুন। এ ব্যাপারে রাজপথে ফয়সালা করি। আর যদি আদালতে আসতেই হয়, তাহলে সঠিকভাবে সঠিক ব্যক্তি দিয়ে তদন্ত করিয়ে মামলার সাক্ষ্য-প্রমাণের ব্যবস্থা করুন।

তিনি বলেন, ‘তারেক রহমান যখন বাংলার মাটিতে আসতে পারবেন, তখন এই মামলায় আমরা আপিল করব। আপিল করে আমরা দেখাব, মামলাটি সম্পূর্ণ বেআইনিভাবে হয়েছিল। ফৌজদারি মামলার কোনো লিমিটেশন নেই। ২০ বছর, ৩০ বছর বা যেকোনো সময় ফৌজদারি মামলা করা যায়। আমি বিশ্বাস করি, এই মামলায় একদিন সুবিচার হবে। তখন দেশের মানুষ জানতে পারবে, তারেক রহমানকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য সরকার সাজা দিয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘তারেক রহমানের অনুপস্থিতিতে এই মামলাটি করা হয়েছে এবং তাকে সাজা দেয়া হয়েছে। সুতরাং আইনের বিধান অনুযায়ী, যে পর্যন্ত না তারেক রহমান বাংলাদেশে আসেন এবং এখানে হাজির হন, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে আপিল করা সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহাজান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুদ্রা পাচার মামলায় নিন্ম আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G