‘ইউনেস্কোর প্রতিবেদনে কিছু হাস্যকর বিষয় এসেছে’

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ অপরাহ্ণ

hasanmasudজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) প্রতিবেদনে আন্দোলনকারীদের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার সকালে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে সংগঠনির প্রচার ও প্রকাশনা উপপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের হাছান মাহমুদ এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘ইউনেস্কোর যে প্রতিবেদনটা পত্রপত্রিকায় এসেছে সেটা আমি পড়েছি। সেখানে কিছু হাস্যকর বিষয় এসেছে। এই ইউনেস্কোর প্রতিবেদন পড়ে আমার যেটি মনে হয়েছে, এই প্রতিবেদন যারা আন্দোলন করছে তাদের দ্বারা প্রভাবিত। সরকারের পক্ষ থেকে যখন দেওয়া হবে তখন বাস্তবচিত্রটা ইউনেস্কোর সামনে উপস্থাপন করা হবে। তখন তারা অবশ্যই আশ্বস্ত হবে।’

সম্প্রতি ইউনেস্কো প্রতিবেদনে উঠে এসেছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষতি হবে।

সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে কয়েক বছর ধরে আন্দোলন করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G