রামপাল বিরোধী হরতালে পুলিশের টিয়ার শেল

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ১০:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৪ পূর্বাহ্ণ

sahabagh-04রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে হরতালকারীদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ‌্যানের কাচ ভাংচুর করে। এ সময় পুলিশ হরতালকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

সুন্দরবন রক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এই হরতাল শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের সমর্থনে ভোর থেকে শাহবাগে অবস্থান নেন জাতীয় কমিটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে ও ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামাল নিক্ষেপ করে। জবাবে ইটপাটকেল ছোড়ে হরতাল সমর্থকরা।

শাহবাগ মোড়ের আগে পাবলিক লাইব্রেরি ও চারুকলার সামনে মূলত হরতালকারীরা অবস্থান নিয়ে আছে। পুলিশি বাধার কারণে তারা শাহবাগের দিকে আসতে পারছে না।
বিভিন্ন বামপন্থী ছাত্রজোটের নেতাকর্মীরা হরতালের সমর্থনে ওই এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

হরতাল সমর্থনকারীদের দাবি, সাত বছর ধরে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য সাত দফা বাস্তবায়নে সারা দেশে লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু সরকার এ প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G