সবুজে আবৃত মানবী

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Green 02নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ৭৫ বছর বয়সী এলিজাবেথ এয়াটন রোজেনথাল। এলাকাবাসী তাঁকে চেনেন ক্যারোল গার্ডেনের গ্রিন লেডি বা সবুজ মানবী নামে। মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতাসবই সবুজে ঢেকে দিয়েছেন তিনি। নানা রকম সবুজের ছোঁয়া আছে সেখানে। কোনোটা গাঢ়, কোনোটা হালকা, কোনোটা আবার মিশেল। কোনোটা কলাপাতা তো কোনোটা লেবুর মতো সবুজ! নিজের তোয়ালে, খাবার আর প্রসাধনী কিনতে গেলেও বেছে বেছে সবুজ রঙের জিনিসটাই কেনেন। এই তালিকা থেকে বাদ পড়েনি তাঁর ঘরের আসবাবগুলোও।

Green 01এলিজাবেথ সবুজ রঙের প্রসাধনী আর ব্যবহার্য খুঁজে বের করার। সবুজ রঙের ৩০টি জুতো আছে তাঁর। সবুজ ডাই দিয়েও কোনো কোনো জিনিস সবুজ করে নেন তিনি। প্রতিদিন একপাত্র সবুজ রং তৈরি হয় তাঁর বাসায়। এলিজাবেথের বাড়িটার বেশির ভাগটাও সবুজ রঙের। সদর দরজা থেকে শুরু করে বাইরের বাগানটা—সবটাতেই সবুজ রয়েছে।

১৯৩০ সালের দিকে ফ্যাশনের প্রতি দুর্বলতা ছিল রোজেনথালের। সে সময় তাঁর পরনের পোশাকগুলোও ছিল দেখতে ওই সময়কার পোশাকের মতো। তবে সেই পোশাকে গোলাপি, হলুদ, নীল—সব রংই ব্যবহার করতেন। কিন্তু সে বাতিক তাঁর খুব বেশি দিন টেকেনি। আর এর পরই সবুজপ্রীতির শুরু।

কানাডার নোভা স্কটিয়ায় বেড়ে উঠেছেন হয়েছেন এলিজাবেথ। সবুজকে পৃথিবীর সবচেয়ে ইতিবাচক রং মনে করেন এলিজাবেথ। সবুজ রং দেখলেই মন খুশি হয়ে যায় এলিজাবেথের। এমনকি অন্যরা এলিজাবেথকে দেখলে তাঁদের মনটাও ভালো হয়ে যায় বলে মনে করেন তিনি। ভালোবাসেন বলেই ২০ বছর ধরে সবুজ রং নিয়েই আছেন।

এলিজাবেথকে দেখলেই শিশু থেকে বুড়ো সবাই হাত নাড়িয়ে মিসেস গ্রিন বলে সম্বোধন করে থাকে। এলিজাবেথের কাছে এটি অন্যরকম এক ভালো ল্গাার বিষয়।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G