’বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে’

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৭ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

ubaydulআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি নিশ্চিত যে বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ নিয়ে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে—বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলনই নয়, এটা হচ্ছে জনমতের প্রতিফলন। আমি সালিশ মানি, তালগাছটা হচ্ছে আমার—এই মনোভাব নিয়ে যদি বিএনপি এখানে মতামত দেয়, তাহলে আমাদের তো কিছু বলার থাকবে না। তবে মোর দ্যান শিওর, আই অ্যাম প্রিটি শিওর (মোটামুটি নিশ্চিত) বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।’

নতুন ইসি গঠন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে। বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। ফলাফলে বোঝা যাবে কেমন ইসি হয়েছে।’

এর আগে লা মেরিডিয়েন হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ নিয়ে সাড়ে ৪০০ কোটির টাকার নির্মাণ প্রকল্পের চুক্তি সই হয়। চীনা প্রতিষ্ঠান চায়না হাইড্রো কর্পোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে।

সওজের পক্ষে প্রধান প্রকৌশলী আবু আলম হাসান ও চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সং চুক্তিতে সই করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G