বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হরতাল
প্রতিক্ষণ ডেস্ক
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে হরতাল, সরকারি দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্যসচিব ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস-আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালিত হবে। পরবর্তী সোম, মঙ্গল ও বুধবার সকাল-সন্ধ্যা টানা হরতাল পালন করা হবে। তবে রাতের বেলা সড়ক খোলা থাকবে।
শেখ মো. ইউনুস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হওয়া টানা দুই দিনের হরতাল সাময়িকভাবে শিথিল করা হচ্ছে। শুক্রবার ও শনিবার মসজিদভিত্তিক গণসংযোগ চালানো হবে। এরপর রোববার থেকে নতুন কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখে, তবে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”
এর আগে ৬ সেপ্টেম্বর সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সপ্তাহব্যাপী হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। দিনের হরতালে জেলার সব মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাতেও একই চিত্র দেখা যায়।












