আরাকান আর্মির হাত থেকে পালিয়ে ফিরলেন ১৭ জেলে

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন ১৭ জন বাংলাদেশি জেলে। তবে কৌশলে পালিয়ে বৃহস্পতিবার দুপুরে তারা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। পরে কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।

পালিয়ে আসা ট্রলারের মাঝি দিল মোহাম্মদ জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ ধরার সময় হঠাৎ একটি স্পিডবোট এসে তাঁদের আটক করে হাত বেঁধে ফেলে। পরে অন্ধকারের সুযোগে ট্রলারের জেলেরা কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তবে আরও চারটি ট্রলারসহ ২৩ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে আছেন বলে দাবি করেন তিনি।

অন্য জেলে মোহাম্মদ নুরু বলেন, “আমাদের ট্রলারে নয়জন এবং আরেক ট্রলারে আটজন জেলে ছিল। আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারে উঠে মিয়ানমারের দিকে যেতে বলে। কিন্তু রাতের অন্ধকারে সুযোগ নিয়ে আমরা ট্রলার ঘুরিয়ে পালিয়ে আসি। তখন আরাকান আর্মির সদস্যরা সাগরে ঝাঁপ দিয়ে সীমান্তের দিকে সাঁতরে যায়।”

ট্রলার মালিক মোহাম্মদ হাসান জানান, তাঁর ট্রলারটি নিরাপদে ফিরে এলেও এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন, যিনি অন্য একটি ট্রলারে ছিলেন। তিনি বলেন, “সাগরে এখন জেলেদের নিরাপত্তা নেই। আরাকান আর্মির ভয়ে অনেকে মাছ শিকারে যেতে সাহস পাচ্ছে না।”

এদিকে মিয়ানমারের একটি অনলাইন সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক (জিএএন)–এও বাংলাদেশি জেলেদের আটক করার খবর প্রকাশ হয়েছে।

ওসি নাজমুন নুর জানান, পালিয়ে আসা জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ ধরতে না যান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G