যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন উপদেষ্টা নিজেই

প্রকাশঃ অক্টোবর ৮, ২০২৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের বেহাল অবস্থা পরিদর্শনে গিয়ে নিজেই যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে পৌঁছে সড়কপথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। তবে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছেই তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকে পড়ে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই যানজটে দুপুর পৌনে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপদেষ্টা ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা আটকে ছিলেন।

স্থানীয়রা জানান, আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত অংশে প্রতিদিনই যানজট লেগেই থাকে। ভাঙাচোরা সড়ক, যানবাহনের চাপ ও অনিয়মিত চলাচলের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এবার সেই দুর্ভোগের মুখোমুখি হলেন সরকারি উপদেষ্টাও।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G