ফার্মগেটে মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম আজাদ (বয়স আনুমানিক ৩৫–৪০)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচ দিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন আবুল কালাম। হঠাৎ ৪৩৩ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড খুলে পড়ে তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভারী ওই ধাতব প্যাডটি পড়ার সময় প্রচণ্ড শব্দ হয়। এতে পাশের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর সতর্কতামূলকভাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের তথ্যমতে, মেট্রোরেলের প্রতিটি পিলারে স্থাপিত বিয়ারিং প্যাডের ওজন প্রায় একশ কেজি। রাবার দিয়ে তৈরি এই প্যাডগুলো পিলার ও ভায়াডাক্টের (স্প্যান) সংযোগস্থলে স্থাপন করা হয়, যাতে কম্পন ও ঘর্ষণ নিয়ন্ত্রণে থাকে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ডিএমটিসিএল তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G