ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত ২৬
প্রতিক্ষণ ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে শহরের প্রায় সব জেলায় একের পর এক বিস্ফোরণে আবাসিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ধরে যায়।
কিয়েভ কর্তৃপক্ষের বরাতে আল জাজিরার খবরে জানানো হয়েছে, হামলাগুলো মূলত শহরের ঘনবসতিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া এবার ৪৩০টিরও বেশি ড্রোন এবং ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি এক্স পোস্টে বলেন, কিয়েভও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে এবং মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকোর তথ্যমতে, নিহত চারজনের পাশাপাশি আহতদের মধ্যে গর্ভবতী নারী, দুই শিশু এবং আরও কয়েকজনের অবস্থা গুরুতর। চারজন স্থানীয় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
প্রায় ৩০ লাখ মানুষের শহর কিয়েভে বিস্ফোরণে বহু আবাসিক ভবন, একটি স্কুল, হাসপাতাল এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র জানান, হামলার পরপরই বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তবে বেশিরভাগ স্থানে সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। দনেৎস্ক অঞ্চলের কয়েকটি এলাকায় এখনো তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল হয়নি।
নিপ্রো নদীর পূর্ব তীরের নিপ্রোভস্কি জেলায় তিনটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন লাগা একটি ভবন থেকে নয়জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কানাডায় জি-সেভেন সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেছেন, প্রায় ৩০টি বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়া এই হামলা প্রমাণ করে—ইউক্রেনের প্রতিরক্ষায় আন্তর্জাতিক সহায়তা আরও জোরালো হওয়া জরুরি।














