প্রচণ্ড তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র সিন্ধুতেই মারা গেছেন এক হাজার ১১ জন। হাসপাতালগুলোয় উপচে পড়ছে হিটস্ট্রোকসহ গরমে হতাহত রোগী। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সিন্ধুতে মারা যাওয়া এক হাজার ১১ জনের মধ্যে বুধবারই মারা গেছেন ২২৯ জন। প্রদেশটিতে মোট মৃতের সাড়ে নয়শ জনই করাচির বাসিন্দা। এদিকে, বুধবার থেকে তাপদাহ খানিকটা
..বিস্তারিত