অখুশি ডমিঙ্গো কি বলছেন !

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০২২ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র ২ দিন পর ২২ ডিসেম্বর মাঠে গড়াবে ভারতের বিপক্ষে ২য় টেষ্টের শেষটি। কাল টেষ্টের আগে দুই দলই আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবে। এর আগে বাংলাদেশ দল আজ নিজেদের অনুশীলন পর্বে নেমে ছিল।

প্রথম টেষ্টে ১৮৮ রানে হারের পর দ্বিতীয় টেষ্টে নামার আগে আজ অনুশীলনে টাইগার প্রধান কোচ ডমিঙ্গো দলের সাথে বেশ খোশ মেজাজেই থাকতে দেখা গেল।

যদিও তিনি ১৮৮ রানে প্রথম টেষ্টে হারের পর বেশ নাখোশ মনোভাব প্রকাশ করেছিলেন। বলেছিলেনম ১ম ইনিংমে ১৫০ রানে অলআউট হওয়ার ঘটনাই বাংলাদেশের হারের মুল কারন। ব্যাটিংটা দায়িত্ব নিয়ে করতে হবে।

এ সব নিয়ে অবশ্যই কোচ ডমিঙ্গো সাকিব, মুশফিকদের সাথে আলোচনা করেছেন। কারণ চট্টগ্রাম টেষ্টে সাকিব দ্বিতীয় ইনিংসে কিছুটা রান করলেও ১ম ইনিংসে ছিলেন শত ভাগ ব্যর্থ। আর ২ ইনিংসেই মুশফিক  ছিলেন ব্যর্থ।

স্বাভাবিক ভাবেই এ দুই তারকার সাথে কথা বলার সময় মিডিয়া ‍দৃষ্টি দেবে। সেটাই হয়েছে আজ, মিরপুরে ডমিঙ্গো সাকিবের সাথে বেশ কয়েক বার কথা বললেন।

১ম ইনিংসে বাজে খেলা ব্যাটসম্যানদের প্রতি অখুশি ডমিঙ্গো  আলাদা ভাবে সাকিবের সাথে কথা বলটা ইতিবাচকই বলে ধরে নিচ্ছে মিডিয়া। তাহলে কি ইনজুরি থেকে ফিরতে পারলে সাকিব পরশু টেষ্টে মাঠে নামবেন। হয়তো ডমিঙ্গো সাকিবের মানসিকতা ইতিবাচক করা চেষ্টায় আলোচনা করে থাকবেন।

তবে যাই হউক, অখুশি ডমিঙ্গো আর সাকিব আলোচনা দলের জন্য অবশ্যই ইতিবাচক কিছু।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G