ইবির ভিসি অফিসে বিএনপিপন্থি ২ শিক্ষকের হাতাহাতি

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ebকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি সভাকক্ষে বিএনপিপন্থি দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা সাক্ষাৎ করতে গেলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

হাতাহাতিতে লিপ্ত হওয়া শিক্ষকরা হলেন- শিক্ষক সমিতির সাবেক দুই সভাপতি প্রফেসর ড. এম ইয়াকুব আলী ও প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

প্রতক্ষদর্শীরা জানায়, আগামী ২৪ জানুয়ারি হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে নিয়োগ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গঠিত নিযোগ বোর্ড স্থগিতের দাবি জানাতে ভিসির সঙ্গে সকালে সাক্ষাৎ করতে যান ইবির বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও গ্রিন ফোরামের ২০-২৫ জন শিক্ষক।

তারা ভিসির কার্যালয়ে গিয়ে কথা বলার এক পর্যায়ে বিএনপিপন্থি শিক্ষক প্রফেসর ড. এম ইয়াকুব আলী কথা বলতে চাইলে প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বাধা দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে একে অপরকে গলাগালি করে ড. মতিনুর রহমান চেয়ার তুলে ড. এয়াকুব আলীকে মারতে যান। এতে ভিসি অফিসে হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত অন্য শিক্ষকরা তাদের শান্ত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সভায় উপস্থিত এক শিক্ষক বলেন, দুই শিক্ষককে নিবৃত্ত করতে গিয়ে আমার নাকে ঘুষি লাগে।

ভিসিকে তার নিরাপত্তার কারণে তার ব্যক্তিগত সহকারী মীর জিল্লুর রহমান তাকে নিরাপদে উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান।

এবিষয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘শিক্ষকদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এসময় ব্যক্তিগত রেষারেষি থেকে দুই শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা সমষ্টিক কোনো বিষয় নয়।

প্রতিক্ষণ/এডি/কানন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G