এখন মাতাল হবার সময়

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

শার্ল বোদলেয়ার

baudelaire2

সব সময় তোমাকে অবশ্যই মাতাল হতে হবে।

সবকিছুই তো রয়েছে : এটাই একমাত্র প্রশ্ন।

সময়ের বীভৎস বোঝা যাতে অনুভব করতে না হয়,

যা তোমার কাঁধ গুঁড়িয়ে দিচ্ছে, নুইয়ে দিচ্ছে মাটির দিকে,

তোমাকে মাতাল হতেই হবে, একটুও থামলে চলবে না।

কিসে মাতাল হবে, সুরা, কবিতা অথবা উৎকর্ষ, যেটা

তোমার পছন্দ। কিন্তু মাতাল হও।

 

এবং যদি কোন সময়ে, কোন প্রাসাদের সিঁড়িতে,

কোন খানা-খন্দের সবুজ ঘাসের মধ্যে, অথবা

তোমার নিজেরই ঘরের নিরানন্দ নির্জনতায় তুমি

জেগে ওঠো, তোমার নেশা যখন কমতে শুরু করেছে

অথবা কেটেই গেছে, জিজ্ঞেস করো বাতাসকে, ঢেউ,

নক্ষত্র, পাখি, ঘড়ি এমন সব কিছুকে, যারা ওড়ে,

গুঞ্জন করে, গড়ায়, গান গায়, কথা বলে, তাদের

জিজ্ঞেস করো, এখন কিসের সময়,তখন সেই

বাতাস, ঢেউ, নক্ষত্র, পাখি, ঘড়ি তোমাকে উত্তর

দেবে : ‘ এখন মাতাল হবার সময়!’

সময়ের নিপীড়িত ক্রীতদাস হবার বদলে মাতাল হও, একটুও না থেমে।

সুরা, কবিতা অথবা উৎকর্ষ, যেটা তোমার পছন্দ ।

 

অনুবাদক: সুনীল গঙ্গোপ্যাধ্যায়।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G