কাল থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৩, ২০২৩ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার ৬ ডিসেম্বর বিপিএলের ৯ম আসর শুরু হবে। এর আগে সবই প্রস্তুত। বিপিএল গভর্নিং কাউন্সিলের বাকী ছিল টিকিটের দাম ঘোষণা করা। আজ বিপিএল থেকে সেটাও করা হয়ে গেল।

টিকিট ম্যাচের দিন এবং ম্যাচের দিন মাইনাস ওয়ান (একটি ম্যাচের আগের দিন) পাওয়া যাবে। টিকিট কাউন্টারের বুথ সকাল সাড়ে ৯টায় থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘোষণা অনুযায়ী কাল ৪ ডিসেম্বর বুধবার ঢাকা পর্বের উদ্বোধনী রাউন্ডের টিকিট বিক্রি শুরু হবে। টিকিটদের মুল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড  ১ হাজার টাকা, ক্লাব হাউস ৫ শত টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ৩ শত টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

টিকিট পাওয়া যাবে কাউন্টারে।

১. শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর।

২. মিরপুরের স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকেট বুথে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G