চট্টগ্রামে বাস দুর্ঘটনায় পুলিশের ২০ সদস্য আহত
চট্টগ্রামে পুলিশের সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “আহতদের কয়েকজনের অবস্থা মাঝারি। সবাই বর্তমানে চিকিৎসাধীন।”
সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-হেডকোয়ার্টার) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, দামপাড়া পুলিশ লাইন্স থেকে ওই বাসটি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্ব পালনের জন্য সাগরিকার স্টেডিয়ামের দিকে যাচ্ছিল। সদর দপ্তরের ভেতর থেকে বের হওয়ার পরপরই বাসটির ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনা ঘটার পর বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতর রাখা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দামপাড়া পুলিশ লাইন্স থেকে নিয়মিত একই ধরনের বাসে সদস্যদের বিভিন্ন দায়িত্বে পাঠানো হয়। কীভাবে ব্রেক ফেল করল—তার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।












