‘জঙ্গিবাদী’ আন্দোলনে জনগণ সমর্থন দেয়নি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বিএনপি-জামায়াতের ‘জঙ্গিবাদী’ আন্দোলনে জনগণ সমর্থন দেয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভার উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী কথা বলেন।
তিনি বলেন, যারা আগুনে পুড়ে মানুষ মেরেছে, পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে, তারা মোমবাতির আগুনে আঙ্গুল রেখে একবার দেখুক কেমন যন্ত্রণা। যাদের কাছে মানুষের প্রতি ভালবাসা আছে তারা এ কাজ করতে পারেন না।
নির্ধারিত সময়ের তিন মাস আগেই শেষ হওয়া এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শেখ হাসিনা বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে।
পদ্মাসেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক প্রথমে মুখ ফিরিয়ে নেওয়ার পর আমরা ঘোষণা দিয়েছিলাম, নিজেদের অর্থায়নে আমরা পদ্মাসেতু নির্মাণ করবো। এখন আমরা আমাদের ঘোষণা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।
প্রতিক্ষণ/এডি/পাভেল











