নিম্নমানের বিপিএলে ৮৯ রানেই অলআউট চট্টগ্রাম

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৬, ২০২৩ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

৮ আসর হয়ে গেছে, কিন্তু ৯ম বিপিএলের মতো এতোটা নিম্নমানের বিপিএল আগে আর কখনও হয়নি। প্রথম ম্যাচেই চট্টগ্রাম ৮৯ রানে অলআউট! বিপিএলের মান কতটা নিম্ন মুখী হলে একটি দল টি২০ ম্যাচে শত রানের গেইট অবদি যেতে অক্ষম!

আয়োজন যদি নিম্নমানের হয় তাহলে পারফরম্যান্স উন্নতমানের হবে কি করে?

বিপিএলের ৭টি দলের মাঝে ২/৩টি ছাড়া বাকী দল গুলো দায় সারা গোছের দল বানিয়েছে।

এর প্রমাণ আজ উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম ৮৯ রানে অলআউট হওয়া।

সিলেট টস জিতে বল হাতে তুলে নিয়ে মাঠে নেমেই চট্টগ্রামের টপ অর্ডারে হানা দিয়ে সফল হয়। চট্টগ্রামেন ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেনি।

ওপেনিং জুটি ১১ রানেই শেষ, আর ৪৭ রানে চট্টগ্রামের টপ অর্ডারের ৫ ব্যাটার সাজঘরে ফেরত গেলেন।

এর মাঝে তারকা আফিফ হোসেন ২৩ বলে ২৫ ছিল সেরা ব্যক্তিগত স্কোর। ৭ উইকেটে চট্টগ্রামের স্কোর ছিল ৬৭, আর শেষ জুটিতে ভর দিয়ে অলআউট হয়নি চট্টগ্রাম। স্কোর ৯ উইকেটে ৮৯।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G