বিপিএল: রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো  শিরোপা জয়ের

মিশনে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন উইকেট-রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মত বিপিএলের শিরোপা জিতেছিল রংপুর।
টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব দিয়ছেন সোহান। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দেয়ার

অভিজ্ঞতা আছে তার। অধিনায়ক হিসেবে অভিজ্ঞতার কারনে রংপুরের নেতৃত্বভার পেয়েছেন সোহান।
২০১৩ সাল থেকে  এ টুর্নামেন্ট  অংশ নিলেও এবারই প্রথম রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সোহান। এখন

পর্যন্ত মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি-সিলেট সুপার স্টার, রাজশাহী কিংস, চিটাগাং কিংস, ঢাকা ডায়নামাইটস, সিলেট সিক্সার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সোহান।

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন সোহান।
গত সাত মৌসুমে বিপিএলে ৭৬ ম্যাচ খেলে ৬৬ ইনিংসে ব্যাট করে ১৮ দশমিক ২৪ গড় ও ১১৭ দশমিক ৪৫

স্ট্রাইক রেটে ৮২১ রান করেছেন সোহান। তার সর্বোচ্চ স্কোর ৪৩। বিপিএলে মঞ্চে কোন হাফ-সেঞ্চুরি নেই সোহানের।

উইকেটরক্ষক হিসেবে সোহানের রেকর্ড বেশ ভালো। বিপিএলে সর্বোচ্চ ৭৫টি ডিসমিসাল করেছেন তিনি। সোহানের চেয়ে ১৯টি ডিসমিসাল কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G