মির্জা আব্বাসের জামিন শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানির জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
এর ফলে জামিন পাওয়ার জন্য ২৮ এপ্রিল ভোটের আগের দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম তসারুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মির্জা আব্বাসসহ আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগপত্র দাখিল করেন।
প্রতিক্ষণ/তপু











