সেনাবাহিনী আর ভুল করবে না: কর্নেল ফারুক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
সেনাবাহিনী আর কোনো ভুল করবে না-বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির আয়োজনে সহিংসতা বিরোধী এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক খান বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর অনেককে হত্যা করেছিলেন। ১৯৯৬–তেও খালেদা জিয়া অনেককে চাকরিচ্যুত করেন। সুতরাং সেনাবাহিনী বর্তমানে কোনো ভুল করবে না।
এ সময় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএ-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহ-সভাপতি ইসমত কাদির গামা, সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, আয়োজক সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন, সাধারণ সম্পাদক শৈলেন নাথ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।
প্রতিক্ষণ/এডি/রানা











