ঝিঁ ঝিঁ ধরা কাঠফাটা রোদকে ঠেলে দিয়ে, হঠাৎই চোখকে দুদন্ড প্রশান্তি দেয় অবারিত সবুজ। বিল পেরিয়ে মাঠ। আর মাঠ পেরিয়ে একটি শান্ত-স্নিগ্ধ নদী। তবে নাম তার ডাকাতিয়া। কে কেন এমন নামকরণ করেছে সে বিতর্কের ফাঁকেই দুধ সাদা কানী বক পাশ দিয়ে ডানা ঝাঁপটিয়ে উড়ে যায়। মুহূর্তেই যেন জীবনানন্দ এসে ভর করেন। আর বলেন, ’আমার মতো
..বিস্তারিত