ফখরুলের জামিন স্থগিতের শুনানি ২৫ জুন
স্টাফ রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম :
নাশকতার তিন মামলায় বি
এনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির দিন ২৫ জুন নির্ধারণ করেন।
রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখুরলকে জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
এর আগে গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে এ তিন মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে এসব মামলা দায়ের করে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/ফাহিম











