এক গুলিতেই ৫০ পাখি শিকার !

প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

পাখি

সাধারণত দুজন মানুষের প্রচেষ্টায় গুলি করতে হয় এমন বিশালাকার বন্দুকের নাম ‘পান্ট গান’। মজার বিষয় হলো ১৮০০ সালে খুব জনপ্রিয় হয়ে উঠলেও এ বন্দুক দিয়ে মূলত পাখি শিকার করা হতো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং।

জনসংখ্যা বাড়ার পাশাপাশি ১৮০০ সালে খাবারের চাহিদা ও পাখির পালকের চাহিদা অনেক বেড়ে যায়। ফলে জলাশয়ের পাখি শিকার করার জন্য ‘পান্ট গান’ জনপ্রিয় হয়ে ওঠে।

পাখি

প্রধানত শটগান হলেও এ বন্দুকের গুলির ওজন ছিল এক পাউন্ডেরও বেশি। এছাড়া বিশাল এ বন্দুকের নল ছিল দুই ইঞ্চি বিশিষ্ট। শক্তিশালী এ বন্দুকটি প্রায়ই এক গুলিতে অনেক পাখি শিকার করতে পারত। রেকর্ডে দেখা যায়, এ বন্দুকের এক গুলিতে ৯০টি পর্যন্ত পাখি ধরাশায়ী হয়েছে। গড়ে এ বন্দুক দিয়ে ৫০টি জলজ পাখি ধরাশায়ী হত বলে জানা যায়।

পাখি

একটি নৌকায় সংযুক্ত এ বন্দুক থেকে গুলি করা হলে তার ধাক্কায় নৌকাটি কিছুদূর পেছনে চলে যেত। এ বন্দুকের শিকারে ক্রমবর্ধমান হারে পাখি শিকার হওয়ার কারণে ১৮৬০ সালে এটি বহু স্থানে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে এ বন্দুক উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G