এবার স্বর্ণ ভরিতে ১২২৫ টাকা বৃদ্ধি

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণসোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ২২৫ টাকা বাড়িয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদেরকে ৪২ হাজার ৫১৫ টাকা খরচ করতে হবে।

সোমবার,বিষয়টি আগামী বুধবার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কম রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ২টায় আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১১০৬ ডলার বা ৮৮ হাজার ৪৮০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম ৩৬ হাজার ৪০৪ টাকা। এ হিসাবে দেশের বাজারে সোনার দাম ছয় হাজার টাকা বেশি থাকছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে তিন হাজার ৬৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম তিন হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম দুই হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম এক হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ও ৯ নভেম্বর এক হাজার ২২৫ টাকা করে টানা দুবার ভরিতে দাম কমানো হয়। তবে তখনো আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেশি ছিল।

গত বছর ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়ায় ব্যবসায়ীরা। এর আগে ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার ৭৫৭ টাকা।

গত বছর ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G