কলার খোসায় জুতা পরিস্কার

প্রথম প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

final-banana-shoe-shineপাম্প সু ও ফর্মাল জুতোর একটিই মূল সমস্যা, তা হচ্ছে খুব দ্রুত ময়লা হয়ে যাওয়া। এ বিভাগে আমাদের চেষ্টা এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা আপনাদের নিত্যদিনের কাজে লাগে। আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত তেমনি একটি টিপস।

পাম্প সু ও ফর্মাল জুতোর একটিই মূল সমস্যা, তা হচ্ছে খুব দ্রুত ময়লা হয়ে যাওয়া। এছাড়াও কিছুদিনের মধ্যেই জুতোতে দাগ পড়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। জুতো পলিশ করলেও তেমন ঠিক হয় না এই সমস্যাটি। এই সমস্যা থেকে মুক্তির খুব সহজ এবং কার্যকর সমাধান রয়েছে। জানতে চান কি সেই সমাধান?

কলা খাওয়ার পর আমরা খোসাটি ফেলেই দিয়ে থাকি। আজ থেকে এই কাজটি করবেন না। কলার খোসার ভেতরের অংশ দিয়ে জুতো পলিশের চাইতেও চকচকে করে তুলতে পারেন আপনার ফর্মাল জুতোটি। কলার খোসার ভেতরে অংশ দিয়ে পুরো জুতো ঘষে নিন। এরপর একটি কাপড় দিয়ে মুছে ফেলে দেখুন জাদু।

প্রতিক্ষণ/এডি/আশা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G