গুরুত্বর অসুস্থ নির্মাতা বিপুল রায়হান

প্রথম প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

67323_bipulচলচ্চিত্রকার জহির রায়হানকে চেনে না বাংলাদেশে এমন লোক খুব কমই পাওয়া যাবে। তেমিনি চলচ্চিত্র জগতে তাঁর ছেলেকেও আনেকে চেনেন।

সেই জহির রায়হানের বড় ছেলে নাট্যকার ও পরিচালক বিপুল রায়হান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুত্বর অসুস্থতার কারণে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিপুল শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিউটে (সিসিইউ) আনা হয়।

এই নির্মাতা ৫০টির মতো নাটক-টেলিছবি বানিয়েছেন। ‘বন্ধন’, ‘পাললিক মন’, ‘হৃদয়ে একাত্তর’, ‘সবুজ ঘাসের দ্বীপ’, ‘অন্তরে নিরন্তর’, ‘বৃষ্টির চোখে জল’ তার উল্লেখযোগ্য নাটক। এরকম সৃষ্টিশীল কাজের নির্মাতা তিনি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G