চলছে ঝিকঝিক ঝিকঝিক

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৭ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

শারমিন আকতার:

ব্যস্ত নগরীর চঞ্চলতা পেরিয়ে উত্তপ্ত উত্তাপের শহরকে মাড়িয়ে ঝিকঝিক ঝিকঝিক করে এগিয়ে চলেছি বীরের ভূমিতে। কত পথ প্রান্তর, নানান রঙের সবুজের ধানক্ষেত, ক্ষুদ্ধ মেঘনার ঢেউ সরিয়ে, গোধুলীর রঙে রেঙেছে শান্ত পুকুরের নিশ্চুপ পানি। নিটোল রূপের আধার ধরা দেয় চঞ্চল চোখে; অচেনা-অজানা কোনো এক রূপের গাঁও-গেরামে।

মন বলে যায় অবিরাম আজগুবি গাঁথা। নয়ন জুড়িয়ে যায় সবুজের সবুজাভ সৌন্দর্যে। কখনও দিগন্তরেখা ভেদ করে দুচোখ দেখে যায় শুধু অথৈ পানি। দস্যি ছেলে শান্ত মনে গভীর দৃষ্টিতে চুনোপুটি খুঁজে। লাজুক ভঙ্গিতে আড়চোখে তা দেখে গ্রাম্যবধূ।

পানকৌড়ি, ফিঙে ব্যস্ত সময় পার করছে। আদরের গরু নিয়ে সারা মাঠে চষে বেড়ায় রাখাল বালক। সন্ধ্যে নেমে আসে। চারদিক ভয়ঙ্কর নির্জনতা ভর করে। সবুজ গাছগুলোকে ঘন কালো এলোকেশী চঞ্চলা মনে করে ভ্রম হয়। শান্ত সাঁকোর উপর চুপচাপ বসে আছে সাহসী ছেলে।

একমনে কী যেন ভাবে। কোনোদিকে তার মন নেই। মন যেন মনের গভীরে গহীন অরণ্যের সন্ধান পেয়েছে। হঠাৎ হুহু করে দখিনা বাতাস বইতে শুরু করে। বাতাস কী বলছে আনমনে কিছুই বোঝা যায় না। মাঝ দরিয়ায় বিশাল নৌকা; সংসারের সব সরঞ্জাম বহাল তবিয়তেই আছে। পাল তোলা নৌকার সাঁই সাঁই শব্দে মাঝি গেয়ে উঠে তার ভাবের গান। মাঝ দরিয়ার মাঝি কই যাবা রে…..

লেখক: সাংবাদিক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G