নতুন নেতৃত্ব নিয়ে দাবি আদায় করবো
নিজস্ব প্রতিবেদক
নতুন নেতৃত্বদের নিয়ে দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, কাউন্সিলের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব বের করে আমরা আন্দোলন করে দাবি আদায় করবো। সরকার বিএনপির কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র করছে। একটি কাউন্সিলে দলের আত্মসমালোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। সরকার আমাদের সে সুযোগ দিতে চায় না বিধায় সোহরাওয়ার্দী উদ্যানে খোলা জায়গায় অনুমতি দিয়েছে। তারপরেও আমরা যে কোন মূল্যে কাউন্সিল করবো এবং এ কাউন্সিলের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। নতুন নেতৃত্ব নিয়ে আমরা আন্দোলন করে দাবি আদায় করবো।
বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/এফটি














