ব্যাংককের রাস্তায় হঠাৎ ১৬৪ ফুট গভীর গর্ত
প্রতিক্ষণ ডেস্ক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের সামনের চার লেন সড়কে বুধবার সকালে হঠাৎ করে বিশাল এক সিঙ্কহোল বা গর্ত সৃষ্টি হয়েছে। গর্তটির গভীরতা প্রায় ১৬৪ ফুট (প্রায় ৫০ মিটার) এবং আয়তন আনুমানিক ৯০০ বর্গফুট বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে—একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হতে শুরু করার পর ধীরে ধীরে রাস্তা ধসে নিচে নামতে থাকে। ঘটনাস্থলে থাকা বৈদ্যুতিক খুঁতিও ভেঙে পড়ে। গর্তটি দ্রুত প্রশস্ত হয়ে চার লেনের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পাশের যান চলাচল থমকে যায়; এ সময়ে কমপক্ষে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট জানিয়েছেন।
ভাজিরা হাসপাতাল জানিয়েছে, গর্তের ঘটনায় রোগীরা প্রভাবিত হননি; তবু আশপাশের ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং হাসপাতালের বহির্বিভাগীয় সেবা দুই দিন বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় দুপুরে কর্তৃপক্ষ বলেছে, আপাতত আরও ধস হওয়ার ঝুঁকি নেই এবং ঘটনাস্থল ঘিরে গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণস্থলের ময়লা গর্তে ঢুকছিল, যা এই ধসের কারণ হতে পারে; সৌভাগ্যবশত কোনো হতাহৎ হয়নি। গর্তটির এক প্রান্ত একটি পুলিশ স্টেশনের সামনে গিয়ে থেঁকে থাকার কারণে সেখানে ভূগর্ভস্থ কাঠামোও উন্মোচিত হয়েছে। কর্তৃপক্ষ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।












