রাজধানীতে বড় পর্দায় সেমির ম্যাচ

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০২২ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। ফাইনাল- উন্মাদনার জোয়ারে ভাসছে বাংলাদেশ। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে কেউ নিজ দলের পতাকার আদলে বাড়ি, কেউবা ব্যবসাপ্রতিষ্ঠান, ভ্যানগাড়ি রাঙিয়েছেন। আর বড় পর্দায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-র শেষটা দেখার মজাই তো আলাদা! তাই রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা বহাল আছে সেমি আর ফাইনালেও।

জমকালো কাতার বিশ্বকাপ শেষ হতে আর মাত্র বাকী ৪ ম্যাচ। জমকালো আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশটিতে কাল আর পরশু পর পর দুই সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। আর ১৮ ডিসেম্বর ফাইনাল। ২০২২ বিশ্বকাপের সেমিতে কাল মাঠে নামবে আর্জেন্টিনা আর গত আসরের রানারআপ দল ক্রোশিয়া। পর দিন ২০১৮ শিরোপা জয়ী ফ্রান্স বনাম মরক্কো। বিশেষ করে কাল মেসিদের সেমি নিয়েই যতো আয়োজন।

মেসিদের সেমির ম্যাচ নিয়ে ফুটবলজ্বরে কাঁপছে গোটা দুনিয়া। উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। কাতার বিশ্বকাপের ঢেউ গত এ মাস ধরে চলছে দেশের শহর থেকে গ্রামে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য চলেছে নানা আয়োজন। বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়। এরই ধারবাহিকতায় কাল রাজধানী ঢাকা জুড়ে বড় পর্দায় মেসি ভক্তরা খেলা দেখতে অধীর অপেক্ষায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর উদ্যোগে ঢাকায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের সেমি আর ফাইনাল ম্যাচ।  বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। এ ছাড়া মতিঝিলের ফুটবল ফেডারেশন ভবনের সামনের লনে, ধানমন্ডি রবীন্দ্রসরোবরে দেখানো হবে কাতার বিশ্বকাপের সেমি আর ফাইনাল।

রাজধানীর নয়টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল মুজিব চত্বর, গুলশান-২-এর নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক ও খিলগাঁও তালতলা মার্কেটে খেলা দেখাবে ডিএনসিসি।

মহাখালীর তিতুমীর কলেজ চত্বরে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে কলেজটির মাঠে বসানো হয়েছে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের বিশাল আকারের এলইডি স্ক্রিন।

ঢাকার বাইরে বাফুফের উদ্যোগে চট্টগ্রামের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারেও বড় পর্দায় খেলা দেখা যাবে। এ ছাড়াও সারা দেশের বহু জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে গত এক মাস ধরে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিক ছবির প্রদর্শনী বন্ধ রেখে দেখানো হবে বিশ্বকাপ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G