২২ তারিখ থেকে চবির ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র

প্রথম প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

cuআগামী কাল থেকে পাওয়া যাচ্ছে চবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিষ্ট্রার (তথ্য)এস এম আকবর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ছাত্র/ছাত্রীরা আগামী ২২ অক্টোবর, ২০১৫ তারিখ হতে চ.বি.ওয়েবসাইট http://www.cu.ac.bd অথবা টেলিটক ওয়েবসাইট http://cu.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সকল আবেদনকারীকে USER ID & PASSWORD সহ এ সংক্রান্ত SMS প্রেরণ করা হয়েছে।

USER ID & PASSWORD/PIN বা যে কোন তথ্য হারিয়ে গেলে তা পুনরায় পেতে যে কোন টেলিটক নম্বর থেকে নিম্নোক্ত এসএমএস করতে হবে: SMS: CU<>HELP<>HSC BOARD<>HSC ROLL<>HSC YEAR<>UNIT Send to 16222

বিস্তারিত তথ্যাদি চ.বি. ওয়েবসাইটে http://www.cu.ac.bd পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G