আরবের ঐতিহ্যবাহী দূর্গ ‘কাসার-আল-হিজর

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Qasral-Faridবিশাল, জনমানবহীন মরুভূমিতে দাঁড়িয়ে আছে মাত্র একটি মাত্র পাথরে খোঁদাই করে বানানো এক রহস্যময় দূর্গ। দূর্গটির সম্মুখ ভাগ থেকে না দেখলে মনে হবে এ যেন শুধু মাত্র বিশাল গোলাকার আকৃতির একটি পাথর মাত্র যা প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে, কিন্তু ঘুরে এই পাথর খন্ডের বিপরীত দিকে গিয়ে এই কেল্লার দৃশ্য দেখে সবাই অবাক হতে বাধ্য।

এই দূর্গটি তৈরি করা হয় ১ম শতকের দিকে, ইসলামি যুগের সূচনার পূর্বে ‘নাবাতিয়ান সম্রাজ্যের’ সময় কালে। দুর্গটি তৈরি করা হয় সম্পূর্ন একটি মাত্র পাথরকে খোঁদাই করে। যা সত্যিকার অর্থেই যেমন অসাধারন সুন্দর ঠিক একই ভাবে অসম্ভব একটা কাজ।
এই দূর্গের নাম ‘Qasr al-Farid’ অর্থাৎ ‘একাকী দূর্গ’। এটি অবস্থিত ‘Mada’in Saleh’ অঞ্চলে। এই এলাকায় এরকম প্রায় আরো ১০০টি বড় বড় পাথরের খন্ড রয়েছে। মূলত ‘Qasr al-Farid’ নামের এই দূর্গ পেত্রা নামের প্রাচীন আরব শহর এর অংশ যা বর্তমানে ‘জর্ডান’ নামে পরিচিত। এই দূর্গটি এখানে তৈরি করার কারন হিসেবে অনেকেই মনে করেন, যেহেতু পেত্রা শহরটি নাবাতিয়ান সম্রাজ্যের আমলে রাজধানী ছিল সেহেতু এখানেই তৈরি করা হয়েছিল এত বিশাল স্থাপনা।

বর্তমানে এটি সৌদি আরবের সর্ব প্রথম ‘স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান’। যারা সৌদি আরবে যাবেন বা থাকেন তারা চাইলে অনেক ঐতিহ্যময় স্থান ঘুরে দেখতে পারবেন। কেননা ২০০০ বছর আগে এই সৌদি আরব ছিল ভিন্ন ভিন্ন ধর্মালম্বি এবং বিভিন্ন ধর্মিয় এবং সামাজিক প্রথার মিলন মেলা। আর একারনেই অতীত সভ্যতার অনেক নিদের্শন এখনও টিকে আছে সেখানে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G