আ’লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: মঈন খাঁন

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আর বর্তমানে আওয়ামীলীগ সরকার ১৪ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খাঁন এসব কথা বলেন।

লক্ষ্মীপুরের যৌথ সভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন শ্লোগান দিয়ে নয়, রাজপথে থেকে আন্দোলনকে গতিশীল করে এ সরকারকে বিদায় করতে হবে। বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় নেতারা কাজ করে যাচ্ছেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় যে তাদেরকে সভা-সমাবেশ করতে দেয়া যাবে না। সরকার সভা-সমাবেশ করতে না দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। সরকারের আচরণই প্রমাণ করে তারা স্বৈারাচারী সরকার। দলীয় ঐক্যের আহবান জানিয়ে পদ-পদবীর আশা না করে জিয়া আদর্শের একজন কর্মী হিসেবে নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন, স্য়ামুন বেগম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারি বাবু, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি এডভোকেট মোসাদ্দেক হোসেন বাবর প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G