উখিয়া-টেকনাফে ১৭০ রোহিঙ্গা আটক, মাঝিদের জিম্মায় হস্তান্তর
প্রতিক্ষণ ডেস্ক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্পের বাইরে কাজের উদ্দেশ্যে আসা নারী-পুরুষ ও শিশুসহ ১৭০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের নেতা বা ‘মাঝিদের’ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। তারা কেউ কাজের খোঁজে, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ মাছ ধরার উদ্দেশ্যে ক্যাম্পের বাইরে বের হয়েছিলেন।
জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তারপরও অনেকে জীবিকার প্রয়োজনে বাইরে আসেন, যাদের পরবর্তীতে বিজিবি আটক করে মাঝিদের কাছে হস্তান্তর করে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে যাওয়া স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে। এতে অপহরণ, মানবপাচার ও বিভিন্ন অপরাধ বাড়ছে। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এ অভিযান চলমান থাকবে।
বিজিবির কর্মকর্তারা জানান, উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত তল্লাশি ও নজরদারি অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের যাচাই শেষে ক্যাম্পে ফেরত পাঠানো হয়।














