উখিয়ায় প্রবল বর্ষণে নিহত ৪; গ্রাম প্লাবিত

প্রকাশঃ জুলাই ৬, ২০১৭ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ অপরাহ্ণ

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উখিয়া উপজেলার উপর বয়ে যাওয়া প্রবল বর্ষণে ৫ ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্য রত্না এলাকায় রাস্তা পারাপারের সময় পানির স্রোতে ভেসে যাওয়া ইতন বড়ুয়া (১৩) নামের এক শিশুর লাশ গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের বাড়ির পিছনের খাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিকটাত্মীয় মধ্য রত্না গ্রামের বিজন বড়ুয়া। সে মধ্য রত্না গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে বলে স্থানীয়রা জানান।

এদিকে একই দিন জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়িতে বন্যার স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সামিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে বন্যার পানির স্রোতে সোনাইছড়ি জাফর আলমের কন্যা সামিরা আক্তার নিখোঁজ হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী তার লাশ উদ্ধার করেন এবং নিহতের পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।  সামিরা উত্তর সোনাইছড়ি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

এদিকে উপজেলার পালংখালীতে পাহাড় ধসে রাব্বি (৫)নামে এক শিশু নিহত হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় ৬ টার দিকে পালংখালী ইউনিয়নে আনজুমান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই এলাকার মোঃ সরওয়ারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী এ প্রতিবেদককে জানান, প্রবল বর্ষণের কারণে হঠাৎ বাড়ির পাশের পাহাড় বসতঘরের ওপর ধসে পড়ে, এতে চাপা পড়ে শিশু রাব্বি মারা যায়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G